১৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২১:৫০, ২ ফেব্রুয়ারি ২০২১

ফিলোসোফিয়া স্কুলকে জরিমানা

ফিলোসোফিয়া স্কুলকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: সরকারি আইন অমান্য করে কোচিং কার্যক্রম চালু রাখায় ফিলোসোফিয়া স্কুল কর্তৃপক্ষকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার জানান, স্কুল ভবন ব্যবহার করে শিক্ষা কার্যক্রমের বাইরে ব্যবসায়িক উদ্দেশ্যে সরকারি আইন অমান্য করে কোচিং কার্যক্রম চালু রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ অনুসারে ফিলোসোফিয়া স্কুল কর্তৃপক্ষকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি মুচলেকা গ্রহণসহ দৃশ্যমান স্থানে নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় বাসায় ফেরত পাঠানো হয় এবং উপস্থিত সকলকে সচেতন করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়