১৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১২:৫৯, ১২ এপ্রিল ২০২১

আপডেট: ১৬:৩৩, ১২ এপ্রিল ২০২১

হেফাজতের তান্ডব, আরও ৪ নেতা গ্রেফতার

হেফাজতের তান্ডব, আরও ৪ নেতা গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতার ঘটনায় হেফাজতে ইসলামের আরও চার নেতাকে গ্রেফতার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)৷ সোমবার (১২ এপ্রিল) সকালে জেলা পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে৷ তাদের সোনারগাঁয়ে নাশকতার মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ব়্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী৷

গ্রেফতার হেফাজত নেতারা হলেন: খেলাফত মজলিশের সোনারগাঁ উপজেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন (৫০), সোনারগাঁ থানা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মহিউদ্দিন (৫০), সাধারণ সম্পাদক মো. শাহাজাহান ওরফে শিবলী (৪৩), সহসভাপতি মুফতি মোয়াজ্জেম হোসেন ( ৪৯)৷ তারা প্রত্যেকেই মামুনুল কান্ডে পুলিশের সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে ব়্যাব৷

ব়্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, আসামিরা জুরাইন এলাকায় অবস্থান করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে সোনারগাঁয়ে পুলিশের করা নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়৷ পরে প্রত্যেক আসামিকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷

গত ১১ এপ্রিল বিকেলে এই চার আসামির সাথে ব়্যাবের হাতে আটক হয়েছিলেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান৷ পৌনে এক ঘন্টা আটক রাখার পর তাকে ছেড়ে দেয় ব়্যাব-১১ ওই দলটি৷ বিষয়টি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন ফেরদাউসুর রহমান৷ তিনি বলেছিলেন, ‘ঢাকার জুরাইন মাজার মসজিদের সামনে গিয়েছিলাম আমি। সোনারগাঁয়ে যারা আসামি হয়েছেন তাদের ওকালতনামায় স্বাক্ষর আনতে। কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে ট্র্যাকিং করে হয়তো সেখানে গেছে। আমি সেখানে র‌্যাব-১১ এর দু’টি গাড়ি দেখেছি। তবে সদস্যরা সিভিল পোশাকে ছিল। পরে আমাদের মাইক্রোতে ওঠায়। আমার নামে কোনো মামলা নেই বলছি। পরে আমাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। প্রায় পৌনে এক ঘন্টা তাকে আটক রাখার পর শনির আখড়ায় তাকে মাইক্রো থেকে নামিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে ব়্যাব কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, হেফাজত নেতা ফেরদাউসুর রহমান কোনো মামলায় আসামির তালিকায় নেই৷ তাই তাকে আটক করা হয়নি৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়