আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে: অ্যাড. সাখাওয়াত
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১৭:১০
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এবারের আইনজীবী সমিতি নির্বাচনে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে নির্বাচন কমিশনকে কতগুলো পদক্ষেপ নিতে বলেছিলাম। সে পদক্ষেপ নির্বাচন কমিশন নেয় নাই আরো উল্টো বিপক্ষ প্যানেলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে যাচ্ছে সেদিকেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না। আগামী ২৮ তারিখ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো। এই নির্বাচনে সরকারী দল যাতে কোনো প্রভাব বিস্তার না করতে পারে সেজন্যে আমরা সকল আইনজীবীদের সহযোগিতা কামনা করছি।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালত পাড়ায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত হুমায়ুন-কামাল পরিষদের প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বড় বড় কথা বললেও তারা ভোটকে ভয় পায়। এখানে আইনজীবীদের ভোট হবে এবং আইনজীবীরা ভোট দিবে অথচ এখানে বহিরাগত যুবলীগ, ছাত্রলীগের লোক দিয়ে শোডাউন দেয়া হচ্ছে ও আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে। এর ধিক্কার জানাই আমরা। আইনজীবীরা তাদের পচ্ছন্দের প্রার্থীদের ভোট দিবে। যদি সুষ্ঠু ভোট হয় তাহলে হুমায়ুন-কামাল পরিষদের জয় হবেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন, সাবেক সভাপতি অ্যাড. আব্দুল বারী ভুঁইয়া, সাবেক পিপি অ্যাড. নবী হোসেন, অ্যাড. আব্দুল হামিদ খান ভাসানী ভুঁইয়া, অ্যাড. সৈয়দ মশিউর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাড.আবুল কালাম আজাদ জাকির প্রমুখ।
- জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত আনোয়ার হোসেন
- প্রশাসন ছেড়ে রাস্তায় আসুন, দেখি কত ক্ষমতা
- ছাত্রলীগ নেতা সানির সুস্থতা কামনায় দোয়া
- সিপিবি নারী সেলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন
- বারো হাত শাড়ি পরে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন: সেলিম ওসমানকে আইভী
- আজকে আদর্শবান রাজনীতিবিদের সংকট: আনোয়ার হোসেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর আ’লীগের শ্রদ্ধা নিবেদন
- বঙ্গবন্ধু সারা বিশ্বের নেতা: বস্ত্র ও পাটমন্ত্রী
- করোনার টিকা নিলেন বিএনপি নেতা সেন্টু
- মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন সেলিম ও শামীম ওসমান
- মিথ্যা বলে রাজাকারের সন্তানকে প্রতিষ্ঠিত করা হচ্ছে: আইভী
- পরাজিত শক্তিরা এখনো এদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে: হাই
- প্রধানমন্ত্রী নারী উন্নয়ন উচ্চ শিখরে নিয়ে গেছেন: আইভী
- মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির ঢাকা বিভাগীয় প্রধান গিয়াসউদ্দিন
- আমি প্রতিদিন গালি সহ্য করি