একুশে পদক পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান সুফী মিজানুর রহমান
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃতি সন্তান পিএইচপি গ্রুপের সুফী মিজানুর রহমান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগামী ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেবেন।
পিএইচপি গ্রুপের সুফী মিজানুর রহমান ১৯৪৩ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম সুফি মুহাম্মদ দায়েম উদ্দিন। মাতা রাহেতুন্নেছা। গ্রামের পাঠশালায় তাঁর প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়। গ্রামেরই শিক্ষা প্রতিষ্ঠান ভারত চন্দ্র স্কুল থেকে ১৯৬১ সালে মেট্রিক পাস করেন। ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হন নারায়ণগঞ্জের তোলারাম কলেজে। পরবর্তী সময়ে ওই কলেজে বি.কম ক্লাসে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাশ করেন।
১৯৮৬ সালে ঢাকায় ঢেউটিনের কারখানা প্রতিষ্ঠা করেন এবং তার কারখানায় উৎপাদিত ‘পিএইচপি রানী মার্কা ঢেউটিন’ ব্যাপক পরিচিতি লাভ করে। বর্তমানে পিএইচপি গ্রুপের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি।
ব্যক্তিজীবনে সাত ছেলে এক মেয়ের পিতা সুফি মিজানুর রহমান। স্ত্রীর নাম তাহমিনা রহমান।
- করোনা মোকাবেলায় সফল বন্দরের ইউএনও শুক্লা সরকার
- প্রশাসন ক্যাডারে নিয়োগ পরীক্ষায় প্রথম নারায়ণগঞ্জের শরীফ
- স্বাধীনতা পুরস্কার পেলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
- নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার
- একুশে পদক পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান সুফী মিজানুর রহমান
- আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের ৪ কৃতি সন্তান
- ক্র্যাবের সহসভাপতি মোরছালীন বাবলা
- প্রথম আলোর বর্ষসেরা আলোকচিত্রী দিনার মাহমুদ
- শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি আসিফকে
- মানবাধিকার কমিশনের ‘সদর দপ্তর বিশেষ প্রতিনিধি’ না.গঞ্জের রুমি
- ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের তাহমিনা
- হোসেন জামালের নামে ঢাবিতে ট্রাস্ট ফান্ড গঠন
- প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল নারায়ণগঞ্জের সুদিন
- বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেলো সোনারগাঁ
- জাতিসংঘের কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি না.গঞ্জের ইব্রাহিম