এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২, ১৩:৩৪
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: উঠান পিক্সরুম এর ব্যানারে প্রথম ৬ পর্বের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’ অনএয়ারে আসছে ঈদের দিন বিকাল ৩ টায়।
শোয়েব মনির পরিচালিত ‘ভেড়ার পাল’- গ্রামীন পটভূমির স্যাটায়ার ধর্মী একটি গল্প, এখানে আরো উঠে এসেছে বর্তমান সময়ের অস্থিরতা, অন্তঃসার শূন্যতা, লোভ, শঠতা, কপটতা, প্রতিশোধ, সর্বোপরি জীবনের রং এ আকা, জীবনেরই গল্প। নির্মাতা তাঁর মেধা এবং রুচিশীল মননে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন আখ্যানটি। শৈল্পিক নিপুনতায় চিত্রিত করেছেন আমাদের সমকালীন সমস্যা তথা অবক্ষয়ের গল্পকে। ‘ভেড়ার পাল’- তাই হয়ে উঠেছে বর্তমান সময়েরই প্রতিনিধি যার দর্পনে মূর্ত হয় আমাদেরই এই অস্থির সময়কাল তথা এখানে ভূমিকারত বিচিত্র-বর্ণিল চরিত্রসমূহ।
মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোয়েব মনির। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন ফারুক মহসীন, নাফিজ আশিক, সম্রাট, শাহীন, মৌরিন, পারভীন সুলতানা চম্পা, সামিয়া রহমান, ফারজানা ফেরদৌস, শাহজাহান শামীম, বাহাউদ্দীন বুলু, নাসিম আফজাল, মোশাররফ হোসেন, মোহাম্মদ সেলিম, কথা, বদশা, জনি, তরিকা, মৃত্তিকা নুসরাত, রাজু, মজনু হায়দার ও আরো অনেকে।
- আসছে আফরিন টুকটুকের 'আহারে মন'
- এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’
- 'অগোচর' দিয়ে উঠান পিক্সরুমের যাত্রা শুরু
- দিপুর প্রথম নাটক ‘এলাকার চেয়ারম্যান’
- নারায়ণগঞ্জে শুক্রবার শুরু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
- নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’
- নায়ক সাত্তার আর নেই, দাফন রূপগঞ্জের পারিবারিক কবরস্থানে
- সীমান্ত প্রধানের কথায় তানভীর শাহীনের ‘ঘরে থাকো ও হে মানুষ’
- নারায়ণগঞ্জে ‘ন ডরাই’ সিনেমা
- দর্শকদের আগ্রহের মধ্য দিয়ে শেষ হলো সিনেস্কোপের চলচ্চিত্র উৎসব
- প্রিন্স মামুনের স্যাড রোমান্টিক গান ‘খোদা জানে’
- আসছে শাহজাহান শামীমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাংক চেক’
- না.গঞ্জে ‘দেবী’ হতাশ
- প্রিন্স মামুনের সলো গান 'খোদা জানে' এখন ইউটিউবে
- না.গঞ্জে এসেছিলেন মডেল-অভিনেত্রী অপি করিম