ঘাট ইজারাদারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ
সোমবার, ৬ মার্চ ২০২৩, ১৯:৩৩
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লার লঞ্চঘাটে পটুয়াখালী থেকে আসা এক নারীর শ্লীলতাহানি সহ দুই যাত্রীকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ও হাঁস-মুরগি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে।
সোমবার (৬ মার্চ) সকাল আটটায় ফতুল্লা মডেল থানার লঞ্চঘাটস্থ টোল আদায়কারীর ঘরের সামনে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নির্যাতনের শিকার ঐ নারী লাবিনা (৩১) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রিপন (৪২), প্রিতম (৩৬) সহ টোল আাদায়কারী অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামী করে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর অভিযোগ, গ্রামের বাড়ী পটুয়াখালী থেকে বাদী তার স্বামী আরিফ ফরাজি (৪০) ও ছোট ভাই মাসুম বিল্লাহ (১৯) লঞ্চযোগে সোমবার সকাল আটটার দিকে ফতুল্লা লঞ্চঘাটে এসে নামে। তারা ঘাট দিয়ে আসার সময় টোল আদায়কারীরা তাদের সাথে নিয়ে আসা হাঁস-মুরগির জন্য টাকা দাবী করে। তখন বাদীর ভাই টোল আদায়কারীকে ২শত টাকা প্রদান করে। টোল আদায়কারীরা আরো ৩শত টাকা দাবী করে। এ নিয়ে বাদীর ভাই মাসুম বিল্লাহ ও স্বামী আরিফ ফরাজির সাথে টোল আদায়কারীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিপনের নির্দেশে প্রিতম সহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন বাদীর স্বামী ও ভাইকে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় বাদী স্বামী ও ভাইকে বাঁচাতে এগিয়ে এলে হামালকারীরা বাদীকে মারধর করে তার জামা-কাপড় ছিড়ে তার শ্লীলতাহানি করে। এক পর্যায়ে হামলাকারীরা বাদীর গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্নের চেইন এবং ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এবং সাথে নিয়ে আসা ৮ টি দেশী মুরগি ও ২ টি হাঁস রেখে দিয়ে সাথে থাকা জামা -কাপড়ের ব্যাগ নদীতে ফেলে দেয় অভিযুক্তরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
- ঘাট ইজারাদারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ
- 'স্মার্ট বার উপহার দেব' জয়ের প্রতিক্রিয়ায় জুয়েল
- ‘রনজিত পুরস্কার’ পেলেন শিল্পী কফিল আহমেদ
- ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ
- টিএসসি থেকে নিখোঁজ সেই জিনিয়া নারায়ণগঞ্জে উদ্ধার
- সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত তিনশ ছাড়াল, মৃত্যু ১৭
- শহরে করোনায় আরও একজনের মৃত্যু, মোট ১৯
- নারায়ণগঞ্জে নতুন আক্রান্ত ২০, মোট ১৬৪ জন
- ফতুল্লার এক কিশোরের পিস্তল উচিয়ে শূন্যে গুলি ছোঁড়ার ভিডিও ভাইরাল
- কাদিয়ানিকে কাফের ঘোষণা না করলে সিট থাকবে না: আল্লামা শফি
- রূপগঞ্জে হ্যামকো ব্যাটারিসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- বন্দরে সাড়ে ৬ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- আবাসিক হোটেলে অভিযান, ইয়াবা-কনডমসহ আটক ২
- যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল!
- পাথরে আটকে ৯ কোটি বছর আগের মাছের জীবাশ্ম