ঢাকা বিভাগে শ্রেষ্ঠ নারায়ণগঞ্জের তিন ইউএনও
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১, ১৮:২৭
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক প্রতিযোগিতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের তিন ইউএনও।
তারা হলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ কে এম মাসুদুজ্জামান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা।
এ সময় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্পিকার শিরীন শারমিন, আইন মন্ত্রী আনিসুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
এ সময় ঢাকা বিভাগের সেরা ১০০ জন শিক্ষার্থীর মাঝে নারায়ণগঞ্জের ২ শিক্ষার্থী বিজয়ী নির্বাচিত হন। তারা হলেন- সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ফারিহা কামাল নোবা ও আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ফারিয়া আক্তার।
পাশাপাশি রচনা প্রতিযোগিতায় ঢাকা বিভাগের মধ্যে ১ম স্থান ও জাতীয় পর্যায়ে ৪র্থ স্থান অধিকারী হলো- হলিক্রস কলেজের ছাত্রী নারায়ণগঞ্জের মেয়ে ফাহমিদা সুলতানা নাজনীন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রেজা মো. গোলাম মাসুম, নেজারত ডেপুটি কালেক্টর সাইদুজ্জামান হিমু প্রমুখ।
- 'দেশসেরা' তোলারাম কলেজ ছাত্রীকে পুরস্কৃত করলেন শিক্ষামন্ত্রী
- রচনা লিখে দেশসেরা তোলারাম কলেজের ছাত্রী
- ঢাকা বিভাগে শ্রেষ্ঠ নারায়ণগঞ্জের তিন ইউএনও
- ঢাকা বিভাগের সেরা জয়িতা নারায়ণগঞ্জের জেবউননেছা
- করোনা মোকাবেলায় সফল বন্দরের ইউএনও শুক্লা সরকার
- প্রশাসন ক্যাডারে নিয়োগ পরীক্ষায় প্রথম নারায়ণগঞ্জের শরীফ
- স্বাধীনতা পুরস্কার পেলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
- নারায়ণগঞ্জে নির্মিত হচ্ছে ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার
- একুশে পদক পেলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান সুফী মিজানুর রহমান
- আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের ৪ কৃতি সন্তান
- ক্র্যাবের সহসভাপতি মোরছালীন বাবলা
- প্রথম আলোর বর্ষসেরা আলোকচিত্রী দিনার মাহমুদ
- শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি আসিফকে
- মানবাধিকার কমিশনের ‘সদর দপ্তর বিশেষ প্রতিনিধি’ না.গঞ্জের রুমি
- ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের তাহমিনা