‘নারায়ণগঞ্জের রাজনীতি কলঙ্কিত অধ্যায়ে যাচ্ছে’
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৯
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘আগে চুনকা সাহেব উত্তর মেরুর নেতৃত্ব দিতো আর জোহা সাহেব দক্ষিণ মেরুর নেতৃত্ব দিতো। তাদের মধ্যে যে সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু এখন যে অবস্থা তাদের উত্তরসূরীরা আজকে যে রাজনীতি শুরু করেছে আলী আহম্মদ চুনকা এবং একেএম সামসুজ্জোহা সাহেবের মধ্যে এ রাজনীতি ছিলো না।’
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ২নং রেলগেইট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত একেএম সামসুজ্জোহা ও আলী আহম্মদ চুনকা স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আলী আহাম্মদ চুনকা এবং একেএম শামসুজ্জোহা সাহেবের মধ্যে রাজনৈতিক বিরোধ ছিল কিন্তু তাদের রাজনৈতিক অবস্থা এমন পর্যায়ে যায় নাই যে, একজন আরেকজনকে গালি দিবে কিংবা একজন আরেকজনের কাপড় ছিড়ে ফেলবে এই রাজনীতি তাদের মধ্যে ছিলো না। আজকে নারায়ণগঞ্জের রাজনীতি যে কলঙ্কিত অধ্যায়ে যাচ্ছে আমাদের সচেতন থেকে এ রাজনীতি থেকে বের হতে হবে।’
তিনি বলেন, ‘যুগে যুগে অনেক নেতা সৃষ্টি হয় কিন্তু জোহা সাহেব এবং চুনকা সাহেবের মত নেতা সৃষ্টি হবে কিনা জানি না। আলী আহম্মদ চুনকা ও একেএম সামসুজ্জোহা সাহেব জনগণের নেতা ছিলেন। তারা জনগণের পাশে থেকে রাজনীতি করতেন। আর সেজন্যে তারা কিংবদন্তী নেতা হতে পেরেছিলেন। আজকে তাদের উত্তরাধিকার যারা রয়েছে তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের পূর্বপুরুষদের ঐতিহ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। চুনকা সাহেব ও জোহা সাহেব যে আদর্শ মেনে রাজনীতি করতো আপনারাও সে আদর্শ মেনে রাজনীতি করেন। আগে আমি দেখেছি জোহা সাহেব বিপদে পরলে চুনকা সাহেব এগিয়ে যেতেন আর চুনকা সাহেব বিপদে পরলে জোহা সাহেব এগিয়ে যেতেন। আর এখন গ্রুপিং করে একজন আরেকজনের কাপড় ছিড়তে চায়। আজকে বিরোধী দল এসবের সুযোগ নিচ্ছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।
- সুযোগ সন্ধানীরা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে: সেলিম ওসমান
- আমার পরবর্তী প্রজন্ম এই রাজনীতিতে আসবে না: শামীম ওসমান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় শামীম ওসমানের দোয়া
- সোনারগাঁয়ের আটক জাপা নেতাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি
- নাশকতার মামলায় জাপা সভাপতি ও জামায়াতের আমীর রিমান্ডে
- ফতুল্লায় শ্রমিক ফ্রন্টের কমিউনিটি কিচেন উদ্বোধন
- মহানগর জামায়াতের আমীর মাঈনুদ্দিন গ্রেফতার
- কবরীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক
- ২০ এপ্রিল জাসদ নেতা আব্দুস সাত্তারের মৃত্যুবার্ষিকী
- বাঁশখালীর ঘটনায় না’গঞ্জে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
- ‘চাচী’ কবরীর মৃত্যুতে শামীম ওসমানের শোক
- চট্টগ্রামে গুলিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি গণসংহতির
- টিকার দ্বিতীয় ডোজ নিলেন সাজনু
- কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সাংসদ কবরীর চিরবিদায়
- যুবলীগ নেতা রিপনের স্ত্রীর জন্য ৯ মসজিদে দোয়া