নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৪
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১, ১১:৫৪
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১৫২ জন। মৃত নারী (৬৬) সিটি কর্পোরেশন এলাকার দেওভোগের বাসিন্দা। এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৩২ জন।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৭ জন, সদরে ২ জন, বন্দরে ১ জন, সোনারগাঁয়ে ২ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ২৯৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৫৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪২৫ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৮৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮২৪ ও মারা গেছেন ২৪ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৫ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৬৬ হাজার ৫৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৭ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৩১৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ১৪৭ জন, সদর উপজেলার ১ হাজার ৭৯৬ জন, রূপগঞ্জের ১ হাজার ৫০৭ জন, আড়াইহাজারের ৬৭৩ জন, বন্দরের ৪১০ ও সোনারগাঁয়ের ৭৮৪ জন।
- শহিদ এনামুল স্মরণে শ্রমিক সমাবেশ
- মন্ত্রী গাজীর সাথে নারায়ণগঞ্জ বিপিজেএ নেতৃবৃন্দের সাক্ষাত
- বিভিন্ন দাবিতে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে সমাবেশ
- না’গঞ্জে ৩৪৬ ভূমিহীনের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী
- ৩ দিন পর শীতলক্ষ্যায় ভেসে উঠল যুবকের লাশ
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪
- জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রতিবন্ধী প্রগতি সংস্থার
- শামীম ওসমানের হস্তক্ষেপ চান ব্যবসায়ী মনিরুল
- পল্টন হত্যাকান্ড দিবস উপলক্ষে আলোচনা সভা
- নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ২৪৯ নমুনা সংগ্রহ, আক্রান্ত ১০
- বন্দর ও রূপগঞ্জ থানার ওসি বদলি
- করোনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা
- শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন
- বিনামূল্যে করোনা ভ্যাকসিনের দাবিতে মানববন্ধন
- নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে হবে ত্রিমুখী ফ্লাইওভার