প্রয়াত শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদ স্মরণে দোয়া
সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: প্রয়াত শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ২নং রেলগেইট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি হাজী রকমত উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
কাজিম উদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন শুক্কুর মাহমুদ। তিনি যখন কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন তখন নারায়ণগঞ্জের আমরা যারা ছিলাম আমাদের কোনো সমস্যা ছিলো না। আজকে তিনি আমাদের মাঝে নেই, তার শূন্যতা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তার শূন্যতা একটি উপায়ে পূরণ হতে পারে আর তা হলো শুক্কুর মাহমুদের আদর্শ-নীতি মেনে চলা। আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের ছায়া হিসেবে পাশে আছেন সাংসদ শামীম ওসমান। তিনি আমাদের পাশে থাকার কথা দিয়েছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবার ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা আরো এগিয়ে যাবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. শহীদুল্লাহ, স্বপন দত্ত, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, বন্দর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাফিয়ান, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ফতুল্লা মুক্ত গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক হেলেনা খাতুন জয়া প্রমুখ।
- আমি প্রতিদিন গালি সহ্য করি
- ত্বকী হত্যাকান্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন শামীম ওসমান
- ত্বকীর কবর জিয়ারতে মেয়র আইভী
- সাবেক ছাত্রলীগ নেতা সানি অসুস্থ
- গোলাম রাব্বানী মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন দাবি শামীম ওসমানের
- বন্দরবাসীর সৌভাগ্য ওসমান পরিবারের সেবা পেয়েছি: এহসান চেয়ারম্যান
- কাউকে নমিনেশন দেওয়ার ক্ষমতা আমার নাই: সেলিম ওসমান
- ‘তোমার এত বড় কলিজা’ ফজর আলীকে সেলিম ওসমান
- সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন: গাজী
- মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু মহানায়ক সেজে বসে আছে: শামীম ওসমান
- সেলিম ওসমানকে বরণ করতে প্রস্তুত বন্দরবাসী
- শুক্রবার বন্দর ইউনিয়নে সেলিম ওসমানের সভা
- ওয়ার্কার্স পার্টির নেতা হিমাংশু সাহা হাসপাতালে
- নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে জেলা আওয়ামী লীগ
- শিক্ষা ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য করা যাবে না: মন্ত্রী গাজী