শুক্রবার ৩১ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধুর জন্ম‌দি‌নে হো‌সিয়ারী এসো‌সি‌য়েশ‌নের দোয়া

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ২১:৩২

প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে বাংলা‌দেশ হো‌সিয়ারি এসোসি‌য়েশ‌নের আয়োজ‌নে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (১৭ মার্চ) বাদ আসর নগরীর ১নং রেল গেইটে হো‌সিয়ারী ভব‌নে এই মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌ন ও তার প‌রিবা‌রের সকল শহীদ সদস‌্যদের আত্মার শা‌ন্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং তার প‌রিবা‌রের সদস‌্যদের দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আস‌নের প্রয়াত সাংসদ না‌সিম ওসমা‌নের রু‌হের মগ‌ফিরাত কামনাসহ বর্তমান সাংসদ সে‌লিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আস‌নের সাংসদ শামীম ওসমান এবং তার প‌রিবা‌রের সকল সদস‌্যদের সুস্থতা কামনা ক‌রে দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া মাহ‌ফিলে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সোসি‌য়েশ‌নের সভাপ‌তি নাজমুল আলম সজল, সহসভাপতি (জেনারেল) ক‌বির হো‌সেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ (স্বপন), প‌রিচালক (‌জেনা‌রেল) বীর মুক্তিযােদ্ধা আলী আহমেদ শেখ, মােজাম্মেল হক, আবদুল হাই, মনির হােসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, সাখাওয়াত হােসেন সুমন, আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) নাছির শেখ, নাছিম আহমেদ, আতাউর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহ‌ফিল পরিচালনা করেন বাংলা‌দেশ হো‌সিয়ারী এসোসিয়েশন মসজিদের ইমাম হাফেজ মোঃ মেরাজুল ইসলাম।

সব খবর
নগর বিভাগের সর্বশেষ