বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা!
রবিবার, ১০ জানুয়ারি ২০২১, ১৩:৩৮
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জানানো শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তবকে পরিচয় হিসেবে নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করেছেন অ্যাড. খোকন সাহা। যদিও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক। কিন্তু পুষ্পস্তবকে নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করার বিষয়টিতে সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) সকালে শহরের দুই নম্বর রেল গেইট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অ্যাড. খোকন সাহা। এ সময় পুষ্পস্তবকে তার নামের নিচে পরিচয় হিসেবে উল্লেখ ছিল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। অথচ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন সেতু পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এবং অ্যাড. খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত দুই যুগ ধরে তিনি এই পদে রয়েছেন।
এদিকে সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে এসে খোকন সাহার নামের নিচে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় উল্লেখ করা দেখতে পান। এই পরিচয় দেখে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এমনকি আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার একাধিক নেতাকর্মীও এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন।
তারা বলেন, খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২৫ বছর ধরে এই পদে আছেন। তার পক্ষে এই ধরনের ভুল করা উচিত নয়।
- সুযোগ সন্ধানীরা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে: সেলিম ওসমান
- আমার পরবর্তী প্রজন্ম এই রাজনীতিতে আসবে না: শামীম ওসমান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় শামীম ওসমানের দোয়া
- সোনারগাঁয়ের আটক জাপা নেতাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি
- নাশকতার মামলায় জাপা সভাপতি ও জামায়াতের আমীর রিমান্ডে
- ফতুল্লায় শ্রমিক ফ্রন্টের কমিউনিটি কিচেন উদ্বোধন
- মহানগর জামায়াতের আমীর মাঈনুদ্দিন গ্রেফতার
- কবরীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক
- ২০ এপ্রিল জাসদ নেতা আব্দুস সাত্তারের মৃত্যুবার্ষিকী
- বাঁশখালীর ঘটনায় না’গঞ্জে ছাত্র ফেডারেশনের মানববন্ধন
- ‘চাচী’ কবরীর মৃত্যুতে শামীম ওসমানের শোক
- চট্টগ্রামে গুলিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি গণসংহতির
- টিকার দ্বিতীয় ডোজ নিলেন সাজনু
- কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সাংসদ কবরীর চিরবিদায়
- যুবলীগ নেতা রিপনের স্ত্রীর জন্য ৯ মসজিদে দোয়া