শুক্রবার ০৯ জুন, ২০২৩

বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ বিদ্যানিকেতন

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২, ১৩:১০

প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২২ এ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে বিদ্যানিকেতন হাই স্কুল। বুধবার (১৬ নভেম্বর) সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।

ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার্থীরা “ইন্টারনেট আসক্তি, পড়াশুনায় ক্ষতি” প্রতিপাদ্য বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করে। এ প্রজেক্টে তারা বর্ণনা করেন বর্তমান সময়ে কিভাবে ইন্টারনেট প্রযুক্তি শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি করছে।

সব খবর
শিক্ষাঙ্গন বিভাগের সর্বশেষ