বুধবার ২২ মার্চ, ২০২৩

যথাযথ কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ...

বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮, ১২:২০

প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: পঞ্চবটীর শাসনগাঁয়ের বিসিক শিল্প নগরীতে পানিবন্দী হয়ে পড়েছে কিছু গার্মেন্টস প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের জিডিপির যে বড় একটি অংশ পোষাক শিল্প থেকে আসে তা থেকে বিদেশী ব্যবসায়ীদের মুখ ফিরিয়ে নেবার আশংকা করছেন কেউ কেউ। Talha Khaled নামক জনৈক ব্যাক্তি ফেইসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থানে উপরের ছবিটি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন-

Talha Khaled
চিত্র টি নারায়নগঞ্জের পঞ্চবটীর শাসনগাও বিসিক শিল্প নগরী এলাকার! বিসিক এলাকার উত্তরের লেক টি ভরাট করার কারনে লেকের কালো ময়লা দুর্গন্ধযুক্ত পানি উপচে এসে পড়েছে উত্তরের শেষের অংশের বিভিন্ন রপ্তানিকারক গার্মেন্টসের ফ্লোরের সামনে! চিত্রে দেখা যাচ্ছে বিসিকের "ফায়ার সার্ভিস" ভবনটিও বাদ যায় নি এই ময়লা পানির তলানী থেকে!

দেশের অর্থনীতিতে জিডিপি তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বিসিকের এই রপ্তানিকৃত পোশাক শিল্পকারখানাগুলো! কিন্তু এহেন অবস্থা দেখলে বিদেশী বায়ারেরা এখান থেকে মুখ ফিরিয়ে নিতে কালক্ষেপণ করবেনা!

যথাযথ কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি এহেন অবস্থার থেকে দ্রুত উত্তরনের!

সব খবর