রূপগঞ্জে স্টিল মিলে দগ্ধ ২ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ১৭:৩৫
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণে দগ্ধ দুইজন মারা গেছেন। অন্য আরেকজন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে এখনও চিকিৎসাধীন আছেন। বুধবার (১১ মে) রাত পৌনে ১২টার দিকে ও বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মো. নাজমুল (১৮) ও মো. শামীম (৩২)। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত রোববার রাতে জেনারেটর বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে বুধবার রাতে নাজমুল ও বৃহস্পতিবার সকালে শামীম মারা যান। শামীমের শরীরের ৪৫ শতাংশ এবং নাজমুলের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ বাশারের শরীরে ২৮ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসা চলছে।’
স্টিল মিলের সুপারভাইজার মো. সুমন বলেন, ‘গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশে ফ্রেশ স্টিল মিল নামে একটি কারখানার জেনারেটর সার্ভিসিংয়ের সময় বিস্ফোরণে তিনজন দগ্ধ হন। পরে তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দুজন মারা গেছেন। শামীম ও নাজমুলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায়। তারা একই পরিবারের সদস্য ছিলেন।’
- বন্দরে যুবকের মরদেহ উদ্ধার
- মদনপুরে পুলিশ বক্স স্থাপন
- বন্দরে অসহায় নরীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
- আড়াইহাজারে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
- আড়াইহাজার ও সোনারগাঁ থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
- বিদ্যুতের তার পানিতে, পা ফেলতেই কিশোরীর মৃত্যু
- সোনারগাঁয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আড়াইহাজারে ফসলি জমির মাটি বিক্রি, ক্ষতিগ্রস্ত কৃষক
- ফতুল্লায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আড়াইহাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শ্রমিক বিক্ষোভ
- রূপগঞ্জে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্যানেল মেয়রের সংবাদ সম্মেলন
- ফতুল্লায় পুকুরে বিষ দেয়ার অভিযোগ ডাইং মালিকের বিরুদ্ধে
- গুলি ছুড়ে ভাইরাল সোহান ৩ বছর পর গ্রেফতার
- রূপগঞ্জে মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
- রূপগঞ্জে বাড়ির কেয়ারটেকার খুন