শনিবার শহুরে গায়েনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী
শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০, ২১:২৮
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: আগামীকাল নারায়ণগঞ্জের গানের দল `শহুরে গায়েন` এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। বর্ষপূর্তিতে শহুরে গায়েন`-এর বন্ধু-সুহৃদ, শুভাকাঙখীদের প্রতি ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছে দলটির প্রতিষ্ঠাতা সদস্যরা। শুক্রবার (৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের পক্ষে সকলকে অভিনন্দন জানান দলের সমন্বয়ক শিল্পী শাহীন মাহমুদ।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, `মানুষের জীবনের প্রেম-ভালবাসা আনন্দ বেদনা নিয়ে গানের বাইরে প্রাণ-প্রকৃতির কথা, মানুষের কথা বলতে ও সমাজের নানা অসংহতি গানে তুলে ধরবার জন্যে এবং মানু্ষকে নিয়ে গান গাইবার তাড়নায় গান পাগল কবি-ছড়াকার আহমেদ বাবলু, শিল্পী শাহীন মাহমুদ, তারিক মাহমুদ ও আবু হানিফ ২০১০ সালের ৫ ডিসেম্বর, সিকদার ম্যানশন ২৭/১এ মসজিদ জামতলা রোড, নারায়ণগঞ্জ গানের দল গায়েন প্রতিষ্ঠা করেন। পরে ধীরে ধীরে আরোও কয়েকজন প্রতিভাবান সদস্য দলে যুক্ত হয়। একসময় গানের দল গায়েন নামটি পরিবর্তিত হয়ে `শহুরে গায়েন` নাম করণ করা হয়। দলের কার্যক্রম ক্রমশ বাড়তে থাকে। দলটি নিজেদের লেখা-সুরে মৌলিক গান গাইতে থাকে, যা সাধারণ শ্রোতাদের মনোযোগ কাড়তে থাকে।`
আরো বলেন, `বিগত বছরের ৫ এপ্রিল`২০১৯ সাল সন্ত্রাসীদের হাতে নিহত মেধাবী ছাত্র ত্বকীকে উৎসর্গ করে মোট ১০টি গান নিয়ে`শহুরে গায়েন`তার ১ম এলবাম `তোমার জন্য থামি`-র আত্মপ্রকাশ করে। বর্তমানে দলটিতে প্রতিষ্ঠাতা সদস্য শিল্পী শাহীন মাহমুদ, তারিক মাহমুদ ছাড়াও সাইফুল ইসলাম রবিন, রনক ইব্রাহীম, শাহেনশাহ অর্নব ও এস, ডি পাপ্পু নিয়মিতভাবে কাজ করছেন। আগামী ৫ ডিসেম্বর`২০২০ তারিখ দলটি দশ বছর পূর্তি করতে যাচ্ছে। দলের পক্ষ থেকে সমন্বয়ক শিল্পী শাহীন মাহমুদ `শহুরে গায়েন`-এর বন্ধু-সুহৃদ, শুভাকাঙখী সকলের প্রতি ভালবাসা ও অভিনন্দন জানিয়েছেন।`
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একইদিনে দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফেসবুক ভিত্তিক সাপ্তাহিক নিয়মিত আয়োজন `বরং কন্ঠ ছাড়ো জোরে` অনুষ্ঠানে বিশেষ আয়োজনে গান পরিবেশন করবে। সকলে অনুষ্ঠানে যুক্ত হওয়ার আহ্বান জানান।
- শহীদ মিনারে জাতীয় মূকাভিনয় প্রদর্শনী
- শনিবার শহুরে গায়েনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী
- বাউল বন্ধু সম্মাননা পেলেন সিদ্দিকুর রহমান
- দুই কবির একই মোহনায় মিলন
- রনজিত কুমারের কবিতা থেকে সুরারোপিত অরিন্দমের গান
- সাংবাদিক আব্দুর রহিমের ‘ছড়ার রেলগাড়ি’
- কবি আরিফ বুলবুলের প্রথম কবিতার বই ‘কোথায় এত হুইসেল বাজে’
- বইমেলায় যুবদল নেতা খোরশেদের ‘ছড়ায় ছড়ায় বাংলাদেশ’
- বইমেলায় রণজিৎ মোদকের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’
- আজকাল পুরস্কারের সঙ্গে আনুগত্যের সম্পর্ক জড়িত: সলিমুল্লাহ খান
- শুক্রবার না’গঞ্জ চারুকলা ইনস্টিটিউটের রজত জয়ন্তী
- ২০২০ সালের রনজিত পুরস্কার পেলেন সলিমুল্লাহ খান
- ‘দালির স্বপ্ন বাস্তব ও পরাবাস্তব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- শুক্রবার শহুরে গায়েনের গান-আড্ডা
- শরীফ উদ্দিন সবুজের লেখা গল্পে সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’