রবিবার ২৮ মে, ২০২৩

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামির ১৫ বছরের জেল

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১৯:২৬

প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদক মামলায় মো. ইয়াছিন (৩৩) নামে এক আসামিকে ১৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে এই আসামিকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ২০২১ সালের ২১ আগস্ট বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হন আসামি ইয়াছিন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এই মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

সব খবর
নগরের বাইরে বিভাগের সর্বশেষ