২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৭:০১, ১৭ অক্টোবর ২০১৭

আপডেট: ১৭:০৭, ১৭ অক্টোবর ২০১৭

বেঁচে আছেন মাইকেল জ্যাকসন!

বেঁচে আছেন মাইকেল জ্যাকসন!
সংগৃহীত

টুইটারে পোস্ট করা এক জীবিত ব্যক্তির ছবি নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে মাইকেল জ্যাকসনের ভক্তদের মধ্যে। ২০০৯ এর ২৫ জুন মৃত্যুবরন করেছেন তিনি। কিন্তু ভক্তরা মনে করেন, মাইকেল জ্যাকসন নামক কিংবদন্তির মৃত্যু নেই।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, লড্রেস নামের জনৈক টুইটার ইউজার গসিপগ্রিল নামের এক টুইটার পেজ-এ তাঁর বয়ফ্রেন্ডের একটি সেলফি পোস্ট করেন। ছবিটিতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁকে প্রয়াত পপ সম্রাটের ‘কপি’ বললে কম বলা হয়।

সন্দেহ নেই, এই যুবকটি মাইকেল জ্যাকসনের অবিকল। কিন্তু তাই বলে এমন মিল! সোশ্যাল মিডিয়ায় প্রবল হট্টগোল শুরু হয়েছে পোস্টটিকে ঘিরে। মাইকেলের গানের লিরিক উদ্ধার করে তাঁকে নিয়ে একের পর এক পোস্ট ভেসে আসছে।ছবির ব্যক্তি গাড়ি চালাতে চালাতে সেলফি তুলেছেন, যা একান্ত ভাবে বেআইনি।তাই তাঁকে অনেকেই ‘স্মুথ ক্রিমিনাল’ (মাইকেলের অন্যতম হিট একটি গানের নাম) বলে ডাকছেন কেউ কেউ। কেউ আবার তাঁর কাছে পরলোকের হাল হকিকত জানতে চাইছেন।

গসিপগ্রিলের সূত্রেই শেষমেশ মিটেছে সমস্যা। জানা গিয়েছে, ছবির ব্যক্তির নাম সের্গিও।তিনি মাইকেল জ্যাকসনের অনুকারক বলেই নিজের পরিচয় দেন।পপ সম্রাটকে অনুকরণ করে অনুষ্ঠান করাই সের্গিওর পেশা।

অনলাইন ডেস্ক

সর্বশেষ

জনপ্রিয়