২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:০৩, ১৭ মার্চ ২০২৩

আপডেট: ২০:০৪, ১৭ মার্চ ২০২৩

'ইভটিজিং বন্ধ করেন' শামীম ওসমানকে আইভী

'ইভটিজিং বন্ধ করেন' শামীম ওসমানকে আইভী

প্রেস নারায়ণগঞ্জ: পরিবার রাজি না হলে প্রেমিকাকে বাড়ি থেকে ভাগিয়ে এনে বিয়ে করতে এক ছাত্রকে পরামর্শ দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে মঞ্চে তুলে এমন পরামর্শ দিয়েছিলেন তিনি। তাঁর এই পরামর্শের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই বিষয়ে কথা বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি বলেন, ইভটিজিং বন্ধ করেন৷ জাতীয় সংসদের সদস্য আপনি, আর আপনি ইভিটিজিং করান৷ জননেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা কইরেন।

সংসদ সদস্য শামীম ওসমানের উদ্দেশ্যে আইভী বলেন, ইভটিজিং বন্ধ করেন৷ জাতীয় সংসদের সদস্য আপনি, আর আপনি ইভিটিজিং করান৷ জননেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা কইরেন। আপনার ফ্যামিলির প্রশংসা করে দেখে মনে কইরেন না, হাতির পাঁচ পা দেখে ফেলছেন৷ প্রশংসা কেন করে সেটা বোঝার চেষ্টা করেন, সম্মান দেবার চেষ্টা করেন৷ মানুষের কাতারে আসেন, বিভক্তি বন্ধ করেন৷ চ্যালা-চামচাদের থামতে বলেন৷ না থামলে বন্দর, নবীগঞ্জে যেভাবে মানুষ প্রতিহত করেছে সেভাবে নারায়ণগঞ্জ শহরেও হবে৷

উল্লেখ্য বক্তাবলির সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে দর্শকের সারি থেকে এক স্কুলছাত্র সামনে আসতে বলেন। পরে স্কুলছাত্রকে স্টেজে তোলেন। এ সময় দশম শ্রেণীর ছাত্রের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘বান্ধবীটান্ধবী আছে এখানে?’ ছাত্রের হ্যাঁ সূচক মন্তব্যের পরে জানতে চান, “ডানে-বামে নাকি পেছনে আছে?’ ছাত্রও দুষ্টামির ছলে বলে, ‘পুরো মাঠেই আছে।’ পাল্টা প্রশ্ন করে সংসদ সদস্য বলেন, ‘এটা জিজ্ঞেস করেনি, ওইটা আছে কি না?’ এর উত্তরে স্কুলছাত্র জানায়, ‘অন্য কোথাও নাই।’ শামীম বলেন, ‘বাইচ্চা গেসোস, নাইলে তোর বাপ আজকে পিঠের চামড়া উঠাইত।’

এরপর শামীম ওই স্কুলছাত্রকে পরামর্শ দিয়ে বলেন, ‘যদি একটা পছন্দ কইরাই ফালাস। আর যদি মেয়েও পছন্দ কইরা ফালায়। তারপর শ্বশুরবাড়ি যদি বক্তাবলী না হয়। নদীর ওই পারে হয়। আর যদি বক্তাবলীর ছেলের কাছে না দেয় মেয়ে। তাইলে ওই শ্বশুরবাড়ির সামনে যাইয়া আমরা কী বলব? খেলা হবে, খেলা হবে। মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়