২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৬:৫৫, ২৬ নভেম্বর ২০২০

আপডেট: ২০:২৫, ২৬ নভেম্বর ২০২০

'এমপি হওয়ার যোগ্যতা তুমি রাখো না' খোকার উদ্দেশ্যে আনোয়ার

'এমপি হওয়ার যোগ্যতা তুমি রাখো না' খোকার উদ্দেশ্যে আনোয়ার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘লিয়াকত হোসেন খোকার ভাগ্য ভালো হওয়ার কারণে এমপি হয়েছে। কিন্তু এমপি হওয়ার মতো কোন যোগ্যতা তুমি রাখো না। অল্প বয়সে অনেক বড় পদ পেয়ে গেছো। শুধুমাত্র প্রধানমন্ত্রীর বদৌলতে আজ এ পদ তুমি পেয়েছো। আওয়ামী লীগের জোটে না থাকলে জাতীয় পার্টির থেকে এমপি হতে পারতা না।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচির সমাপনী দিনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে জেলা পরিষদের নামফলক ভাঙার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে এক ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচি পালন করছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি আরও বলেন, ‘খোকা আমার অনেক ছোট। নারায়ণগঞ্জে যত এমপি রয়েছে সবাই আমাকে গুরু বলে সম্বোধন করে। রাজনীতি কাকে বলে আমি তাদেরকে সেই শিক্ষা দিয়েছি। কিন্তু সন্ত্রাস, মাস্তান ও ভূমিদস্যুতার শিক্ষা আমি তাদেরকে দেইনি। যাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছি তারাই আজ আমার উপর চড়াও হয়, নামফলক ভাঙ্গে। যারা এক সময় আমাকে গুরু বলে আখ্যা দিয়েছিল তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

আওয়ামী লীগে জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আনোয়ার হোসেন একজন রাজনৈতিক কর্মীর নাম। আমি কোন সন্ত্রাসী করি না এবং গুন্ডা বা ক্যাডার নিয়ে চলি না। এটাই আমার অপরাধ। এসপি সেদিন বলেছেন, রাজনীতিবিদদের হুন্ডা আর গুন্ডা বাহিনী পরিহার করতে হবে। তার এ কথার জন্য আমি এসপিকে ধন্যবাদ জানাই। কারণ হুন্ডা, গুন্ডা দিয়ে রাজনীতি চলে না। রাজনীতি হবে বঙ্গবন্ধুর আদর্শের। একশেণির রাজনীতিবিদ, ক্যাডাররা আমার কাজে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক কর্মকান্ড শুরু করেছে। খোকার এ কর্মকান্ডের জন্য আমি নিন্দা জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সাংসদ (নারায়ণগঞ্জ-৩) লিয়াকত হোসেন খোকার নির্দেশে তার লোকজন এই নামফলক ভেঙেছে। এ ঘটনায় জেলা পরিষদ, মহানগর আওয়ামী লীগ, সোনারগাঁ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্মবিরতি, প্রতিবাদ সভা, বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়