২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৮:৫৪, ২৫ জানুয়ারি ২০২১

আপডেট: ১৮:৫৫, ২৫ জানুয়ারি ২০২১

'কিভাবে আ'লীগ নেতারা বহিরাগত' খোকন সাহার প্রশ্ন

'কিভাবে আ'লীগ নেতারা বহিরাগত' খোকন সাহার প্রশ্ন

প্রেস নারায়ণগঞ্জ: আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে টানা ২য় দিনের মত আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে দ্বিতীয় দিনের মত নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে শোডাউন করে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন সাহা, সিনিয়র সহ- সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী অ্যাড. মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী অ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি প্রার্থী অ্যাড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক প্রার্থী অ্যাড. রবিউল আমিন রনি প্রমুখ।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে খোকন সাহা বলেন, আমি শংকায় আছি বিএনপির বন্ধুরা পূর্বের ন্যায় নির্বাচনের আগে নির্বাচন বয়কট করে কিনা। তারা কথায় কথায় বলে বহিরাগতরা আসছে। এরা কিভাবে বহিরাগত হয়? এরা আমার দলের পরীক্ষিত নেতাকর্মী। আমরা শেখ হাসিনার সৈনিক, শামীম ওসমানের সৈনিক, সেলিম ওসমানের সৈনিক। আমরা যা বলি তাই করি। আর আপনাদের উন্নয়নের ব্যাপারে তো আপনারা বলতেও পারেন না, সাংবাদিকরা প্রশ্ন করলে চুপ করে থাকেন। হুমায়ুন বলেছিলো আমাদের হাত-পা ভাঙ্গার কথা। সমস্যা নাই ভাঙ্গেন। এটা তো আপনাদের পুরোনো স্বভাব। আমাদের কটাক্ষ করার চেষ্টা করবেন না।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়