০১ ডিসেম্বর ২০২৩

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ১৯ নভেম্বর ২০২৩

পিটার হাসের চিঠিটা ছিলো কুটচাল: এম এ রশিদ

পিটার হাসের চিঠিটা ছিলো কুটচাল: এম এ রশিদ

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ বলেন, ‘পিটার হাসের চিঠিটা ছিলো বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। এটা ছিলো তাদের কুটচাল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তারা ৭ম নৌবহর পাঠিয়ে এধরণের ১টি কুটচাল দিয়েছিলো। এই চিঠিটা ১৫ দিন আগেও দিতে পারতেন। ১ দিন আগে দেয়ার অর্থ হলো এদেশের মানুষকে বোকা বানানো। ওবায়দুল কাদের সাহেব সেই চিঠিটা সরাসরি ফেরত দিয়েছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা সেই টোপে পা বাড়াননি। আওয়ামী লীগ রাজনীতি করে সাড়ে ১৬ কোটি মানুষের ভালোবাসা নিয়ে, আর বিএনপির রাজনীতি হলো জনবিচ্ছিন্ন রাজনীতি। ১ম ধাপে আমাদের জয় হয়েছে, আল্লাহর রহমতে প্রায় সাড়ে ১৬ কোটি মানুষের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে আমরা ক্ষমতায় যেতে পারবো ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়েই শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আপনারা প্রস্তুত হন। আমাদের নেত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করেছেন, তাই এই উন্নয়নের কথাগুলো ঘরে ঘরে প্রচার করুন। বিএনপি উন্নয়নকে বুঝতে চায়না, তাদেরকেও বুঝাতে হবে’।

রোববার (১৯ নভেম্বর) মদনপুর বাস স্ট্যান্ডে দিনব্যাপী অনুষ্ঠিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে এবং নাসিক ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মিয়ার সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সহ-সভাপতি সোনা মিয়া, যুগ্ম সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদ ও এম এ রউফ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট ইসহাক মিয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আউয়াল বাচ্চু, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত জনি, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এস আই জুয়েল, কৃষি ও সমবায় সম্পাদক হাজী নাসির উদ্দিন, ধর্ম সম্পাদক হাফেজ আইয়ুব মেম্বার, বন ও পরিবেশ সম্পাদক হাজী আবুল কাশেম, সদস্য খন্দকার হাতেম হোসাইন, শরীফ হোসেন, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমিন মোল্লা, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম নয়ন, সহ-সভাপতি এবাদুল্লাহ মিয়া, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. ছোবহান মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ, ধামগড় ইউপি সদস্য ফয়েজুর রহমান, হাবিবুর রহমান, মনির হোসেন ও সখিনা বেগম, মদনপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়