সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকা হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জীবন (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২০ নভেম্বর) ফতুল্লা মডেল থানার তল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জীবন ফতুল্লার তল্লা সবুজ বাগ এলাকার তাহের মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফারুকের ছেলে।
র্যাব ১১ এর সিপিসি-১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, ছয় মাসের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত মো. জীবনকে ফতুল্লার তল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।