হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ২য় দফায় ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
সোমবার (২০ নভেম্বর) সকাল আটটার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ মিছিল হয়। নতুন স্টেডিয়াম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শিবু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনের নেতৃত্বে মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল থেকে হরতালের সমর্থনে ও তফসিল বাতিল চেয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।