২৭ জুলাই ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১০:১৫, ২২ নভেম্বর ২০২৩

ফতুল্লায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

ফতুল্লায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে রাখা ছিল ভারী লোহার পাত৷ যাতে ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা৷ তবে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে সেই লোহার পাত সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ৷

মঙ্গলবার রাত দেড়টা দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইন থেকে লোহার পাতটি সরানো হয় বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান৷

পুলিশের ধারণা, নাশকতার পরিকল্পনা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে রেললাইনে এমন ভারী লোহার পাত রেখেছিল দুর্বৃত্তরা৷ যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

এসআই মোখলেসুর রহমান জানান, ‘ভারী একটি লোহা রেললাইনের উপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো৷ স্থানীয়রা এটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে আমরা সেখানে গিয়ে লোহার পাতটি সরিয়ে ফেলি৷ এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে৷’

‘যারা এমনটা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে তদন্ত চলছে৷’, বলেন তিনি৷

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, ‘খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷’

সর্বশেষ

জনপ্রিয়