০১ ডিসেম্বর ২০২৩

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৪৫, ২০ নভেম্বর ২০২৩

আপডেট: ১৩:৫৪, ২০ নভেম্বর ২০২৩

আড়াইহাজারে মহিলা দলের নেত্রী পারভীনের নির্দেশনায় বিএনপির মিছিল

আড়াইহাজারে মহিলা দলের নেত্রী পারভীনের নির্দেশনায় বিএনপির মিছিল

আড়াইহাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, এক দফা দাবি আদায়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার তুরকুনি এলাকায় ঢাকা-মদনগঞ্জ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নির্দেশনায় তার অনুসারী নেতাকর্মীরা এ মিছিলটি বের করেন। এ সময় আড়াইহাজার পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে সড়কে হরতাল সমর্থনে শ্লোগান দেন তারা। 

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, মিছিলের খবরটি আমাদের জানা নেই। 

সর্বশেষ

জনপ্রিয়