৩০ এপ্রিল ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ১৬ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড

আড়াইহাজারে চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি চায়না ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি এলাকার এভারেজ ব্যাটারি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়িতে আরএম গ্রুপের ভেতরে চীনা নাগরিক মি. সেনের মালিকানাধীন এভারেজ ব্যাটারি কারখানায় সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার, নরসিংদী ও মাদবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট সকাল ৯টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ

জনপ্রিয়