১৯ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ৫ মে ২০২৪

আপডেট: ২২:৫৪, ৫ মে ২০২৪

বন্দরে মুকুলের সমর্থকদের উপর হামলা, আহত ৩

বন্দরে মুকুলের সমর্থকদের উপর হামলা, আহত ৩

নারায়ণঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচারণা শেষে ফেরার পথে তার কর্মী-সমর্থকরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷

রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মদনপুর অটোরিকশা স্ট্যান্ডে তাদের উপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমএ রশীদের কর্মীরা হামলা চালান বলে অভিযোগ মুকুলের৷

এতে তার তিনজন সমর্থক আহত হয়েছেন বলে জানান চিংড়ি প্রতীকের এ চেয়ারম্যান প্রার্থী৷ তারা হলেন- মুকুলের শ্যালক মোহাম্মদ সোহেল, সমর্থক শ্যামল ও মোস্তাক৷

মুকুলের ছেলে রেজানুর রহমান রূপণ বলেন, মদনপুরে প্রচারণা শেষে তারা ফিরছিলেন৷ তার বাবা আগের গাড়িতে চলে যাবার পর অটোরিকশার জন্য স্ট্যান্ডে অপেক্ষারত অবস্থায় তাদের উপর কয়েকজন যুবক হামলা চালান৷

হামলাকারী যুবকেরা ক্ষমতাসীন দলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দোয়াত-কলম প্রতীকের এমএ রশীদের কর্মী ছিলেন বলে অভিযোগ করেন রূপণ৷

এ ঘটনায় মৌখিকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে৷ আগামীকাল রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি৷

এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, ‘বন্দরে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছিল৷ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রশীদ সাহেব এ কাজ করাচ্ছেন৷ আজকে এ হামলার মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী তার শক্তি প্রদর্শন করতে চাচ্ছেন৷ নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এ ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই৷’

তবে এ হামলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ৷

তিনি বলেন, ‘এ হামলার বিষয়ে তো আমি ঘুনাক্ষরেও জানি না৷ ওনার সাথে তো আমার ভালো সম্পর্ক৷ এমনটা হলে উনি তো আমাকে জানাতে পারতেন৷ এটা একটা বানানো ঘটনা৷ সত্য হলে উনি আমাকে বলতেন, তখন আমি তার প্রতিকার করতাম৷’

যদিও হামলার বিষয়ে জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে তার মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি৷

এদিকে, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, তিনি এ বিষয়ে অবগত নন৷

‘প্রার্থীর বা তার কোনো সমর্থকের পক্ষ থেকে এখনও আমি কোনো অভিযোগ পাইনি৷ তবে, আমি এ বিষয়ে খোঁজ নেবো৷ সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’, যোগ করেন তিনি৷

সর্বশেষ

জনপ্রিয়