২৭ জুলাই ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:২৫, ১০ জুন ২০২৪

সোনারগাঁয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন৷ একই ঘটনায় আহত হয়েছেন নিহতের এক বন্ধুও৷

রোববার (৯ জুন) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শ (তদন্ত) মো. মোহসীন৷

নিহত ২২ বছর বয়সী ফজলে রাব্বী ওই এলাকার আক্কাস আলীর ছেলে৷ এ ঘটনায় রাব্বীর বন্ধু আহত মো. শাহ আলম স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ৷

নিহতের মা শাহানারা বেগম জানান, রাতে শাহ আলমের সাথে তার ছেলে ঘর থেকে বেরিয়ে যান৷ পরে তারা জানতে পারেন তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে৷

মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ তার৷

আহত শাহ আলম জানান, রাতে দুই বন্ধু বাড়ি মজলিস এলাকায় পৌঁছলে র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী হৃদয় ওরফে গিট্টু হৃদয়ের সহযোগী ফয়সাল অন্তুর নেতৃত্বে কয়েকজন তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাব্বী মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সময় একত্রে মাদক ব্যবসায় থাকলেও সম্প্রতি নিহত রাব্বীর সাথে আরেক মাদক ব্যবসায়ী ফয়সাল অন্তুর সাথে দ্বন্দ্ব তৈরি হয়৷ উভয়পক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন আগে মারামারির ঘটনাও ঘটে৷ ওই ঘটনার জেরেই রাব্বীকে খুন করা হতে পারে বলে ধারণা পুলিশের৷

পুলিশ পরিদর্শক মোহসীন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়