২৭ জুলাই ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ১১ জুন ২০২৪

রূপগঞ্জে রফিকের ক্যাম্প ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

রূপগঞ্জে রফিকের ক্যাম্প ভাংচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার নির্বাচনে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় মঙ্গলবার (১১ জুন) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তাঁর দাবি, নির্বাচনে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার ও তার সমর্থকরা ক্যাম্প ভাংচুর ও ফেস্টুন পোস্টার ছিঁড়ে ফেলার সঙ্গে জড়িত। 

রফিকুল ইসলাম অভিযোগে বলেন, সোমবার প্রতীক পাওয়ার পর জগ প্রতীকের পোষ্টার ও ফেস্টুন লাগানো হয়। সোমবার দিবাগত রাতে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার ইন্ধনে তার সমর্থকরা মায়ারবাড়ি ও আশপাশের এলাকার জগ প্রতীকের পোষ্টার ছিঁড়ে ফেলে। মায়ারবাড়ি এলাকায় জগ প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। জগ প্রতীকের প্রচার-প্রচারণা চালাতে গেলে আবুল বাশারের সমর্থক ও বহিরাগত সন্ত্রাসীরা রফিকের সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমন অবস্থায় রফিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ ব্যাপারে দেওয়ান আবুল বাশার বাদশা মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে বলেন, ' রফিকের লোকজন আমার বাড়ির দেয়ালে তাঁদের ফেস্টুন লাগানোর চেষ্টা করেছে। তখন আমি তাঁদের বাঁধা দিয়েছি। ক্যাম্প ভাংচুরের বিষয়ে আমার লোকজনের সম্পৃক্ততা নেই।'

এবিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক বলেন, ‘ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের কড়া নির্দেশনা রয়েছে। আমরা একজন প্রার্থীর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবো।'

সর্বশেষ

জনপ্রিয়