২৭ জুলাই ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ১১ জুন ২০২৪

পরিবেশ দূষণের অভিযোগে রূপগঞ্জের কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে রূপগঞ্জের কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় জিউজু ইন্ডাস্ট্রিজ লি. নামের কারখানায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাগণের সমম্বয়ে গঠিত একটি টীম দূষণকারী কারখানা হিসেবে এ অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক অভিযানটি পরিচালনা করা হয়। 

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়