অতিরিক্ত পুলিশ সুপার হলেন আবির হোসেন

র্যাঙ্ক ব্যাজ পরিধান করেছেন সদ্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তা আবির হোসেন। গত রোববার (১৯ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এই সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি আবির হোসেনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আবির হোসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘গ’ সার্কেল এ কর্মরত আছেন। গত ১২ নভেম্বর তিনি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।