১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ৩ আগস্ট ২০২৪

‘গণহত্যার’ বিচার ও গণগ্রেপ্তার বন্ধ করার দাবি রফিউর রাব্বির 

‘গণহত্যার’ বিচার ও গণগ্রেপ্তার বন্ধ করার দাবি রফিউর রাব্বির 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেছেন, ‘আমরা একটি চরম বিপদগ্রস্ত সময়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। গত কয়েকদিনে শত শত মেধাবী শিক্ষার্থী, ছাত্র-জনতাকে হারিয়েছি। নির্বিচারে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। একটি স্বাধীন দেশে জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা এভাবে জনগণের উপর গুলি চালিয়ে হত্যা করেছে। এমনকি হেলিকাপ্টার থেকেও গুলি করা হয়েছে। কোনো গণতান্ত্রিক সরকার এই কাজ করতে পারে না।’

শনিবার (৩ আগস্ট) বিকেলে চাষাঢ়ায় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ‘দ্রোহের গান ও কবিতা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘গণহত্যার’ বিচার ও অবিলম্বে গণগ্রেপ্তার বন্ধ করে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘রংপুরে নিরস্ত্র যুবক সাঈদকে কীভাবে হত্যা করা হয়েছে তা বিশ্ববাসি দেখেছে। কিন্তু এই সরকার কখনই এসব হত্যার বিচার করতে পারবে না। যে পুলিশ তার এই দুঃশাসন টিকিয়ে রেখেছে তার বিচার শেখ হাসিনা করতে পারবে না। তাই আমরা এই মুহুর্তে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাই। তিনি যদি স্বেচ্ছায় এইসব গণহত্যার দায় নিয়ে পদত্যাগ না করেন তাহলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তারপর যে জনগণের সরকার গঠিত হবে সেই সরকার দিয়ে প্রতিটি হত্যার বিচার আদায় করা হবে।’

তিনি দেশের স্বার্থে শিক্ষার্থীদের কোনো প্রকার ভাঙচুর বা বিশৃঙ্খল পরিস্থিতির সাথে না জড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে কিন্তু এই দেশ আমাদেরই থাকবে। এই দেশকে রক্ষার দায়িত্বও তাই আমাদের।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘদিন জুলুম নির্যাতন চালিয়েছে। তার দলীয় ক্যাডার, গুন্ডা ছাত্রলীগ, যুবলীগ দিয়ে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। আজকেও যুবলীগ দিয়ে নিরস্ত্র ছাত্রদের সমাবেশে হামলা চালিয়েছে। কোটা আন্দোলনকে দমানোর জন্য যে নৃশংস পথ অবলম্বন করেছে, আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। আন্তর্জাতিকভাবে এই গণহত্যার বিচারের দাবিতে, শেখ হাসিনা ও ২৬ জনের নাম উল্লেখ করে বিচারের দাবি করা হয়েছে। তারা বলেছে, সমস্ত তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। আমরা শুরু পদত্যাগ না গণহত্যার জন্য তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচার হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হাসিনা সরকার আছে কিন্তু থাকবে না এটা সত্য। কিন্তু দেশটা আমাদের থাকবে। সুতরাং কোনো ভাঙচুর, ধ্বংসযজ্ঞতে আমরা বিশ্বাস করি না।’

রফিউর রাব্বি বলেন, ‘মামলা দিয়ে সাংস্কৃতিক জোটের এবং ত্বকী হত্যার বিচারের দাবিতে যারা সোচ্চার ছিল তাদের বিরুদ্ধে মিথ্যা মাললা দেওয়া হয়েছে। শামীম ওসমানের গাড়ি পোড়ানোর মিথ্যা মামলা। নাটক বন্ধ করে, মামলা বন্ধ করে, এসব মামলা প্রত্যাহার করেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে, পার পাওয়ার আর কোনো সুযোগ নেই। পদত্যাগ করবেন নাকি গলা ধাক্কা খেয়ে নামবেন এটি সময়ের ব্যাপার।’
 

সর্বশেষ

জনপ্রিয়