১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ৭ আগস্ট ২০২৪

১০ আগস্টের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেবার নির্দেশ ডিসির

১০ আগস্টের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেবার নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশের বিশেষ ইউনিটে হামলা চালিয়ে লুটপাট করা অস্ত্র ও গোলাবারুদ আগামী ১০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক৷ নির্ধারিত সময়ের মধ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ জমা দিলে তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি৷

বুধবার (৭ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি৷

তিনি লুট করা সকল অস্ত্র সেনাবাহিনীর নিকস্থ ক্যাম্পে জমা প্রদানের নির্দেশ দিয়েছেন৷

নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে পরবর্তীতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র কারও পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলাকালীন এবং শেখ হাসিনার পদত্যাগের পর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলে৷ এ সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়৷

আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অস্ত্র জমাদানের এ নির্দেশ দেওয়া হয়েছে৷
 

সর্বশেষ

জনপ্রিয়