ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, গণপ্রতিরোধের ভূমিকায় শিক্ষার্থীরা
ছাত্র নেতৃত্বের আহ্বানে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলাজুড়ে ভেঙে পড়া বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা৷ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন তারা৷
একইসাথে শহরজুড়ে পরিচ্ছন্নতার দায়িত্বও পালন করেছেন শিক্ষার্থীরা৷ জেলাজুড়ে ভিন্নমত ও ধর্মের অনুসারীদের বাড়িঘর, প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট বন্ধের আহ্বান জানিয়ে গণপ্রতিরোধ মিছিলও করেছেন শিক্ষার্থীরা৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক ফারহানা মানিক মুনা জানান, একইসাথে শহরের সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও সরকারি মহিলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা৷ তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একক দখলদারিত্ব বন্ধ করে সকল শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিতে কাজ করবেন৷