শিক্ষার্থীদের অবদান দেশবাসী হাজার বছর মনে রাখবে: মাসুদুজ্জামান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবদান দেশবাসী হাজার বছর মনে রাখবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতা মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান। তিনি বলেন, যেসব শিক্ষার্থীরা এই আন্দোলনে মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করি। এবং যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সালাম ও শ্রদ্ধা জানাই। তাদের এই সকল অবদান দেশবাসী হাজার বছর মনে রাখবে। তাই শিক্ষার্থীদের এই আন্দোলনটি যাতে কলুষিত না হয়। আপনারা দেখেছেন বিভিন্ন উপায়ে এটিকে কলুষিত করার চেষ্ট চলছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মুক্তিযোদ্ধা সংসদ পরিদর্শন করে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আপনাদের একটা জিনিস বলতে আসছি। মানুষ শান্তিপ্রিয়, মানুষকে শান্তিতে থাকতে দেন। কোন দল চলে গেছে, কোন দল আসছে এই সব বিবাদে আপনারা যাইয়েন না। বিভিন্ন জায়গায় সত্য-মিথ্যা মিলিয়ে উড়ো খবর চলছে তাই সব কথায় কান দিয়েন না। আপনারা কোন ধরনরে বিদ্বেষ তৈরি করবেন না। আমরা সবাই বাংলাদেশী তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এসব বলে বিবাদ করবেন না। সেনাবাহিনী যথাসম্ভব চেষ্টা করছে সব কিছু ঠিক রাখবার। আপনারাও স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন কাজে লেগে পরেন বিশেষ করে রাত্রে। কোনো ধরনের যদি কিছু উল্টা পাল্টা হয় তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সেটা যে দলেরই সদস্য হোক না কেন।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের জায়গা। কোন ভাবে তাদের অসম্মান করবেন না।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুসহ এলাকাবাসী।