১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম ও রাসেলের শান্তি মিছিল

নারায়ণগঞ্জ ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিএনপি-জামায়তের ডাকা দ্বিতীয়বারের হরতালের প্রতিবাদে শান্তি মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৯ নভেম্বর ) বিকালে টানবাজার স্কুল ঘাট হইতে নিতাইগঞ্জ বাণিজ্যিক এলাকা, সিটি করর্পোরেশন, মন্ডল পাড়া, ডিআইটি হয়ে টানবাজার এসে সমাবেশ স্থলে সংক্ষিপ্ত বক্তব্যের মাধমে শেষ হয়। শান্তি মিছিলে নেতৃত্ব দেন ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি এইচ এম রাসেল।
আব্দুর রহিম বলেন, বিএনপির জামায়েত শিবির রাজাকার স্বৈরাচার আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিহত করতে আমরা শান্তি মিছিল করেছি। ৭১ 'র যুদ্ধে পাকিস্তানের দালালরা আমাদের কাছে পরাজিত হয়েছিল। আজ ঐ দালালরা আবার ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা আমাদের শক্তির বল নিয়ে তা প্রতিরোধ করব। এ ১৫ নং ওয়ার্ডে জননেত্রী শেখ হাসিনা ও জননেতা শামীম ওসমানের ঘাটি। এ ওয়ার্ড থেকে যে কোন নির্বাচনে আওয়ামী লীগকে জয় উপহার দিয়েছে। এবং আগামী নির্বাচনে ৭০ শতাংশ ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করব। আমরা রাজপথে আছি। নির্বাচনী মাঠ আমাদের দখলে রয়েছে।
এইচএম রাসেল বলেন, আপনারা জানেন অবৈধ হরতাল বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আমরা মিছিল করেছি। তা বিএনপির আগুন সন্ত্রাস করে যাবে আমরা তা প্রতিরোধ করব। ১৫ নং ওয়ার্ডের মাটি জননেত্রী শেখ হাসিনার ও জননেতা শামীম ওসমানের ঘাটি। আমাদের কোন পদ-পদবী লাগেনা। আমরা জনাব একে এম শামীম ওসমানের ফোর্স হিসেবে পরিচিত। সেই পরিচিতিতে আমরা ১৫ নং ওয়ার্ডকে একত্রিত করে এ অবৈধ হরতাল এবং জামায়াত শিবিরে যে হরতাল অবরোধকে ঠেকাতে এ শান্তি মিছিল। এবং সামনে আরোও দূরগত করে নিয়ে যাব ইনসাল্লাহ। বিএনপি জামায়াত হরতাল, অবরোধ না দিতে পারে এবং ভবিষ্যতেও আমরা এসমস্ত বিএনপির কর্মকান্ডে প্রতিহত করতে আমরা এ ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠন ঐক্য রয়েছি। আমরা আগুন সন্ত্রাসকে ভয় পাই না। তারা এসমস্ত আগুন সন্ত্রাসী করে বাংলার সাধারণ মানুষকে বোকা বানাতে চায়।
শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুর রশিদ, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মাস্টার, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান-উর রহমান শান্ত, ১৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পঙ্কজ রায়, শুক্কুর, সাইফুল ইসলাম বাবু, সাগর দেবনাথ, আব্দুস সালাম, মো. মাসুদ রানা, মিজানুর রহমান মিজান, রাসেদুল ইসলাম রানা, শ্রী কাঞ্চন সেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের নেতা রনি ঘোষ, মোশারফ হোসেন মিনার, মো. হানিফ, সাইফুল ইসলাম, মো. সুজন, মো. আলম, ছাত্রলীগ নেতা রায়হান ভূঁইয়া, সারোয়ার, আদিম খান, ইয়াসিন চৌধুরী, শ্রমিকলীগ নেতা রকিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের নেতৃবৃন্দ।