১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৩, ৩০ নভেম্বর ২০২৩

সোনারগাঁয়ে ট্রাকে আগুন, ১৩ বিএনপির নেতাকর্মীর নামে মামলা

সোনারগাঁয়ে ট্রাকে আগুন, ১৩ বিএনপির নেতাকর্মীর নামে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১৩ জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) রাতে তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ মামলায় আরও অনেকেই অজ্ঞাত আসামি করা হয়।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো এলাকায় গত মঙ্গলবার রাতে অবরোধ চলাকালে টাইলসবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. সায়মন দগ্ধ হন। দগ্ধ হেলপার সায়মন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে এ মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়