২৭ জুলাই ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১৬, ৩০ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৪৫ জন প্রার্থী

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৪৫ জন প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এরমধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সর্বোচ্চ ১৩ জন এবং নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে সর্বনিম্ন ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার চারটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছেন৷ নারায়ণগঞ্জ-৫ আসনটিতে কোন প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দল৷

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ছাড়াও রয়েছেন ৯ জন প্রার্থী৷ এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান ভূঁইয়া৷ তিনি প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন৷

আসনটিতে পাটমন্ত্রীর ছেলে গাজী গোলাম মর্তুজাও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন৷ তবে তিনি পিতার ড্যামি প্রার্থী৷

এ আসনটি থেকে দলীয় মনোনয়নে প্রার্থী হয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার৷

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ছাড়াও প্রার্থী হয়েছেন আরও ৫ জন৷

এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী কোন প্রার্থী না থাকলেও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন দলীয় মনোনয়নে প্রার্থী হয়েছেন৷

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার৷ তার বিপরীতে দলের তিনজন নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন৷ তারা হলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফ ইসলাম ঝলক ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সাবেক সহ-সম্পাদক এইচএম মাসুদ দুলাল৷

আসনটিতে জাতীয় পার্টি থেকে আবারও প্রার্থী হয়েছেন লিয়াকত হোসেন খোকা৷ তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য৷ গত সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ শরিক দল জাপাকে ছাড় দিলে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ছাড়াও ১০ জন প্রার্থী হয়েছেন৷ তবে এ আসনে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই৷ ক্ষমতাসীন দলের নেতার বিপরীতে শক্ত কোন প্রতিদ্বন্দ্বীও নেই আসনটিতে৷

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য দলীয় মনোনয়নে একেএম সেলিম ওসমান প্রার্থী হয়েছেন৷ তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য৷ তাঁর ছোটভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী৷

সদর ও বন্দর থানা মিলিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এ আসনটিতে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি৷ গত দু’টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এ আসনটিতে দলীয় কোন প্রার্থী দেয়নি৷ দু’বারই শরিক দল জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম

তবে আসনটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল বিএনপি৷ দলটির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী বিএনপির সাবেক নেতা৷

এ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৫ জন৷

সর্বশেষ

জনপ্রিয়