১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০:৪৩, ৩ আগস্ট ২০২৪

আপডেট: ২০:৪৪, ৩ আগস্ট ২০২৪

’গণহত্যার’ বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে সিপিবির সমাবেশ

’গণহত্যার’ বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে সিপিবির সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-শিশু, শ্রমিক, জনতা হত্যার বিচার ও 'গণহত্যা'র অভিযোগে সরকারের পদত্যাগ দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবি'র সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শাহানারা বেগম,  ইকবাল হোসেন, আব্দুস সালাম বাবুল, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও শিশির চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরাদেশে চলমান ছাত্র-জনতার গণ-আন্দোলনে ঢাকা'সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, গণগ্রেফতার, পুলিশী নির্যাতন ও গুলি, চালিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার শতশত ছাত্র-শিশু, শ্রমিক-জনতাকে হত্যা করেছে। এই গণহত্যার বিচারসহ গণগ্রেফতার বন্ধ করে গ্রেফতারকৃতদের মুক্তি ও স্বৈরাচারী সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশের বিভিন্ন শ্রেণি পেশার লাখো লাখো মানুষ রাজপথে নেমে এসেছে। সবার কণ্ঠে একই স্লোগান, গণহত্যার দায়ে এই খুনি সরকারকে পদত্যাগ করতে হবে। কিন্তু সরকার জনতার গণরায়কে আমলে না নিয়ে দমন পীড়নের পথেই হাঁটছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে ,গুলি বর্ষণ করেছে। অনেক হতাহতের ঘটনা ঘটেছে। অব্যাহতভাবে এই দমন পীড়ন চালিয়ে সরকার কোনভাবেই নিজেদের রক্ষা করতে পারবে না বরং গণ'আন্দোলনকে আরও বেশি উসকে দেবে এবং গন অভূথ্যানের মধ্য দিয়ে সরকারের পতন হবে। 

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের মানুষের গণরায়কে মেনে নেয়া সরকারকে পদত্যাগ করে উদ্ভূত সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার পদত্যাগ করতে যতো দেরী করবে ততো বেশী বিপদে পড়বে। জনরোষের চাপে পালিয়ে বাচাঁর পথ খোঁজে পাবে না। ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

জনপ্রিয়