লুণ্ঠন, দখলবাজি, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের আহবান বাসদের
সারাদেশে লুণ্ঠন, দখলবাজি, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ এবং অবিলম্বে সকল গণতান্ত্রিক শক্তির সাথে আলোচনা করে দ্রুত অন্তবর্তী সরকার গঠন করার দাবিতে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
বুধবার (৭ আগস্ট) বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির।
নিখিল দাস বলেন, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-লুটপাট, হত্যাকাণ্ড ও দখলবাজীর ঘটনা ঘটছে। অবিলম্বে তা বন্ধে রাষ্ট্রীয় প্রশাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সাথে তিনি দলের নেতা-কর্মী ও অপরাপর বামপন্থী প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের গণমন্ত্রমনা জনগণকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে লুণ্ঠন, হত্যা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের আহবান করেন।
তিনি আরও বলেন, বৈষম্য, বঞ্চনা, দুর্নীতি ও ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাস্তবে গত ২ দিন ধরে দেশে কোন সরকার না থাকায় সর্বক্ষেত্রে এক অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
তিনি অবিলম্বে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও বাম-গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সামাজিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করে ছাত্র গণঅভ্যুত্থানের উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়ন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।