রিয়াদ চৌধুরী বহিষ্কার, জানেন না সভাপতি টিটু
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও নৈতিকতা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তবে এই বহিস্কারাদেশ অবৈধ বলে জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বুধবার (৭ আগস্ট) ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া এই বহিষ্কার করেন। অপরদিকে এক বিজ্ঞপ্তিতে রিয়াদের বহিষ্কারের প্রক্রিয়াকে সংগঠনের গঠনতন্ত্রের লঙ্ঘন ও ব্যক্তিগত আক্রোশজনিত বলে জানিয়েছেন টিটু।
টিটু বলেন, কাউকে বহিষ্কার করতে হলে অপরাধের সুস্পষ্ট প্রমানের ভিত্তিতে কারন দর্শানোর নোটিশ প্রেরণ করতে হয়। এছাড়াও সভাপতির উপস্থিতিতে তাকে না জানিয়ে এ ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া ভিত্তিহীন।
এসময় এ ধরনের অসাংগঠনিক কার্যকালাপের মাধ্যমে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার হুশিয়ারি দেন টিটু।