১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৮, ৭ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জকে কেউ কেউ বাপের সম্পত্তি মনে করেছিলো: মঈনউদ্দিন

নারায়ণগঞ্জকে কেউ কেউ বাপের সম্পত্তি মনে করেছিলো: মঈনউদ্দিন

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম প‌রিষ‌দের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহামদ বলেছেন, কয়েকজন ব্যক্তি নারায়ণগঞ্জকে তার বাপের সম্পত্তি মনে করেছিলো। পুরো দেশটা আবার শেখ হা‌সিনা তার পিতৃ সম্পত্তি মনে করেছিলো। কয়েকদিনের মধ্যে দেশ পরিবর্তন হয়েছে। অনেকে বুঝতে পারেননি, এত দ্রুত পরিবর্তন হবে। ‌যে কোন দেশে কোন দুর্নীতি অবিচার অন্যায়, সন্ত্রাস হ‌বে এবং ন্যায় ইনসাফের খেলাপ হলে, সেখানে পরিণতি এমনই হবে। তাই এদেশের এমনই হয়েছে, কোন নিয়ম নীতি তারা মানেনি। আইন কানুন তাদের জিম্মায় রেখেছিলো। শেখ হাসিনার দম্ভ, অহংকার চূর্ণবির্চূণ করে দিয়েছে। যারা পালিয়েছে তাদের কি আমরা আপনারা কিছু বলেছিলেন? আমরা কেউ ধমক দেয়নি বলেনি, তাহলে পালিয়েছেন কেনো। এই দেশের তাদের বাড়ি ঘরে আছে, থাকবেন। পালিয়েছেন কেনো। তাদের নিজেদের অপকমর্ম লুটপাটের ভয়ে পালিয়েছে। আর যেন কেউ এমন কাজ না করি। আমরা যেন কোন ধ্বংসাত্মক না করি। আমরা সকলে চেষ্টা করবো দেশে শান্তিপূর্ণ পরিবেশ করে যায়।

বুধবার (৭ আগস্ট) বিকালে ধ্বংসাত্মক নারায়ণগঞ্জ ক্লাব প‌রিদর্শন শে‌ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব গি‌য়ে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় করেন নারায়ণগঞ্জ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ। 

এ সময় ‌তি‌নি উপ‌রোক্ত কথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, প্রবীন সাংবা‌দিক ত‌মিজউদ্দিন আহম্মেদ, সাংবাদিক আহসান সাদিক শাওন, রাকিবুল হাসান ও বিএনপি নেতা নুরুল ইসলামসহ মহানগর জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়