১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৯, ৮ আগস্ট ২০২৪

হিন্দু নেতার দখল হওয়া দোকানের তালা খুলে দিল যুবদল নেতারা 

হিন্দু নেতার দখল হওয়া দোকানের তালা খুলে দিল যুবদল নেতারা 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বৈশাখী ও অনুপম হোসিয়ারি নামের দুটি প্রতিষ্ঠানে জোরপূর্বক দখল ও তালা মেরে দেয় অপর ব্যবসায়ী শেখ নাসিরের নেতৃত্বে একদল। আর সেই তালা তিনদিন পর খুলে দিলেন যুবদলের নেতৃবৃন্দ। 

গত মঙ্গলবার শহরের উকিলপাড়াস্থ এই দুটি প্রতিষ্ঠানে জোরপূর্বক দখল করে তালা দেওয়ার ঘটনা ঘটে। পরে শিপন সরকার বিষয়টি স্থানীয় প্রশাসন এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মৌখিকভাবে জানান। 

পরে বৃহস্পতিবার (৮ আগষ্ট ) সকালে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পরিদর্শন করে দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করে দিবে বলে তারা তাৎক্ষণিকভাবে দুটি প্রতিষ্ঠানের তালা খুলে দিয়ে শিপন সরকারকে বুঝিয়ে দেন। 

এসময়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুশৃঙ্খল ও শান্তিময় একটি সংগঠন। নারায়ণগঞ্জে আমরা কোনো দখল ও জুলুম নির্যাতনের পক্ষ না। আর নারায়ণগঞ্জে কোনো হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান কেউ জোর করে দখল ও তালা মারবেন আর আমাদের দলের বদনাম করবেন আমরা কিন্তু মেনে নিবো না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছেন সারাদেশে শান্তি বজায় রাখার জন্য। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। আমরা নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীরা সার্বক্ষণিক তার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। 

তারা আরও বলেন, আজকে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন দাদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে মামলা সংক্রান্ত বিষয়ে অপর পক্ষের লোকজন তালা ঝুলিয়ে দেয়। আমরা আজকে দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সামাজিকভাবে সমাধান করবে বলে আমরা আজকে প্রতিষ্ঠানের তালা খুলে দিলাম। আর কাউকে যদি দলের নাম বিক্রি করে অন্যায়ভাবে হয়রানি করা হয় তাহলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তা শক্তহাতে দমন করবে।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, বিএনপি নেতা মনিরুল, মনির হোসেন, মো. রানা, আল আমিন প্রধান, যুবদল নেতা দর্পণ প্রধান, পাপনসহ অনেকেই।

সর্বশেষ

জনপ্রিয়