২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:০৯, ২৭ নভেম্বর ২০২০

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস নাহিদা বারিকের

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস নাহিদা বারিকের

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লায় অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ নেন। একটি তালিকা করে তাদের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ফতুল্লার মুসলিমনগরে নাহিদা বারিক ঘটনাস্থলে যান এবং দুপুরে রান্না করা খাবার ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দেন এবং তিনি জানান ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।

এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মুহাম্মদ আলী।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় মুসলিমনগর নয়াবাজার এলাকায় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়ির টিনের তৈরি ৩৬টি বসতঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নারায়ণগঞ্জ ও বিসিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই পুড়ে যায় ঘরের আসবাবপত্রগুলো।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়