২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ১২:৪২, ২৩ অক্টোবর ২০১৭

আপডেট: ১২:০৮, ২৫ ডিসেম্বর ২০১৭

অদ্ভুত পাখির বাসা (ভিডিও সহ)

অদ্ভুত পাখির বাসা (ভিডিও সহ)

গাছের উপর ২০ ফুট লম্বা, ১৩ ফুট চওড়া বাসা। বলুন তো এ বাসায় কে থাকে? ভাবছেন চিতা বাঘ কিংবা অন্য কোনো জন্তু? না আপনার ধারণা ভুল, এ বাসায় পাখির বাস!
কি আশ্চর্য হলেন?
আশ্চর্য হওয়ার মতো আরো ঘটনা এখনো আছে ।
এই পাখির বাসা এর ওজন দুই হাজার পাউন্ডেরও বেশি। বাসাটি প্রায় এক শ’ বছর পর্যন্ত স্থায়ী হয়। বাসার উত্তরাধিকার বংশ পরম্পরায় পেয়ে থাকে। মোটা ঘাস, পাখির পালক, বাতাসে ভেসে আসা তুলো, খড়কুটো আর গাছের ডাল দিয়ে নিজেদের বাসা তৈরি করে

সোস্যায়েবল ওয়েভার। তবে সমস্যা হল বাসাটি অক্ষুন্ন থাকলেও অনেক সময় মারা যায় আশ্রয়দাতা গাছটি। এমনকি পাখির বাসা র ভারে ভেঙেও পড়ে।

আশ্চর্য এই পাখির নাম সোস্যায়েবল ওয়েভার। যা আমাদের দেশের বাবুই পাখির মতো।

আজব এই পাখির বাসা দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। এই অঞ্চলে দিনের তাপমাত্রা যেমন প্রচণ্ড বেশি, রাতে তার উল্টো। এ বাসাই অতিরিক্ত গরম এবং ঠাণ্ডা থেকে সোস্যায়েবল ওয়েভারকে রক্ষা করে।

 

অনলাইন ডেস্ক

সর্বশেষ

জনপ্রিয়