২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:২০, ২৬ জানুয়ারি ২০২১

আপডেট: ২১:০২, ২৭ জানুয়ারি ২০২১

অনেকের কপাল ভালো ধৈর্য্যশীল হয়ে গেছি: শামীম ওসমান

অনেকের কপাল ভালো ধৈর্য্যশীল হয়ে গেছি: শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘বারের নির্বাচন প্রসঙ্গে শুনলাম জাকির হোসেন নাকি বলেছেন তিনি হাত-পা ভাইঙ্গা দিবেন। আমাদের কী ভুল হচ্ছে সেটা বলেন, উপদেশ দেন। সবকিছুর পরে এখন এই বয়সে এসে যদি বলেন হাত পা ভাইঙ্গা দিবেন। শামীম ওসমান ও খোকন সাহা আমরা সবাই এখন ধৈর্যশীল হয়ে গেছি। এমন কিছু করবেন না যাতে অতীতের কথা মনে পড়ে যায়।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাঁধন কমিউনিটি সেন্টারে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘১৬ জুন বোমা হামলায় ২০ জন মানুষ নাই। সেখানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমাদের পুরো পরিবারের নামে বোমা হামলার আসামি আমরা। চুরি মামলা দিলেন, ডাকাতি মামলা দিলেন। এরপরেও বলেন হাত পা ভাইঙ্গা দিবেন। এত ভাঙ্গার চেষ্টা করিয়েন না কারণ ধৈর্য্যরে একটা সীমা আছে। প্রত্যেকের একটা লক্ষ্য আছে। আজকে খোকন সাহা আইসিটি মামলা খায়। কপাল ভালো অনেকের, কীভাবে জানি আমরা ধৈর্য্যশীল হয়ে গেছি। কিন্তু কতক্ষণ থাকতে পারবো জানি না।’

তিনি আরও বলেন, ‘বারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মহসিন ও মাহবুব নির্বাচিত না হলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না। কিন্তু সমস্যা হবে আপনার। এরপরে পাশ করালে হবে না। বারবার আমলাতন্ত্র এটাকে ঠেকিয়ে দিচ্ছে। আপনারা সামর্থ্য অনুযায়ী মাঠে নামেন এবং ভোট চান।’

‘বিএনপির ভাইদের কাছে বলতেছি, যারা বলেছেন হাত পা ভেঙ্গে দিবো। আগামীকালের মধ্যে বলে নিয়েন সরি, ভুল হয়েছে। আমরা আমাদের কথা প্রত্যাহার করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে ক্ষমা চেয়ে নিন। এটা আপনাদের জন্য মঙ্গলজনক ও আমাদের সম্পর্ক ভালো থাকবে। আমাদের এমন স্মৃতিচারণ করাবেন না যাতে নারায়ণগঞ্জের অবস্থা খারাপ হয়ে যায়।’, বলেন শামীম ওসমান৷

তিনি আরও বলেন, ‘অনেক কষ্ট হয় কর্মীদের শান্ত রাখতে। আমার মহিলা কর্মীরা বলে আপনি এরকম হয়ে গেছেন কেন? আমি বলি, গায়ের জোরে নয় বরং মানুষের মনে জায়গা করে নেবো। নারায়ণগঞ্জের বড় বড় সমস্যাগুলো সমাধান করতে আমি সকলের সাহায্য চাই। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি সবাই মিলে একসাথে ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সাবেক নারী সাংসদ হোসনে আরা বাবলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, আইনজীবী সমিতির সভাপতি মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়