২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১১, ২২ মার্চ ২০২১

অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে রূপগঞ্জে অভিযান

অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে রূপগঞ্জে অভিযান

প্রেস নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদ্যালতের অভিযানে প্রায় চার কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ সংযোগ ব্যবহার না করার জন্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি মামলায় বিভিন্ন অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

অভিযানে ৭/৮ টি গ্রামের প্রায় চার কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ সংযোগ ব্যবহার না করার জন্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়