২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:১১, ১৫ অক্টোবর ২০২০

আপডেট: ১৮:৩৯, ১৫ অক্টোবর ২০২০

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

প্রেস নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৭ দিনের করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, নরসিংদীর পাইকারচর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ফিরোজ মিয়া (৫০), রুপগঞ্জের মৃত আমির হোসেনের ছেলে রিফাত ইসলাম (১৯) ও বরিশালের অরবুনিয়া গ্রামের লিটনের ছেলে পারভেজ (১৯)।

উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র আড়াইহাজারের মেঘনা নদীতে খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে ৩ জনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ৭ দিনের দণ্ড দেয়া হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়