২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:০৮, ২৩ অক্টোবর ২০২০

আপডেট: ১৬:৪৭, ২৪ অক্টোবর ২০২০

অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়েই যেন মা বিদায় নেন: ডিসি

অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়েই যেন মা বিদায় নেন: ডিসি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, আপনারা মন্ডপ ঘুরা, পূজা দেওয়া ও দেখা ইত্যাদি যাই করুন, কিন্তু অবশ্যই মুখে মাস্ক থাকতে হবে। যদি দেখেন পাশের কেউ মাস্ক পড়ে নাই তাহলে তাকেও মাস্ক পড়তে বলুন ও সামাজিক দূরুত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলুন। মা দূর্গা এই ধরণীতে এসেছিলেন অশুভ শক্তির বিনাশ করতে। তাই আপনারা সবাই প্রার্থনা করবেন মা যাতে সকল অশুভ শক্তির বিনাশ করেন। অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়েই যেন মা বিদায় নেন। অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় নয়ামাটি নতুন সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যখন আমরা করোনা মোকাবেলা করছি সে সময়ের মধ্যেই এবার শারদীয় দূর্গোৎসব চলে আসছে। করোনাকালীন সময়ের মাঝেও যাতে সনাতন ধর্মাবলাম্বীরা ভালোভাবে দুর্গা পূজা পালন করতে পারে সে লক্ষ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। উৎসব পালন করতে গিয়ে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি ভুলে গেলে চলবে না। সেটিও সকলের মাথায় রাখতে হবে।

নয়ামাটি নতুন সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি কমল চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়